October 5, 2025

পাঁচ বছর পর ফের শুরু কৈলাস মানস সরোবর যাত্রা — প্রস্তুতি সম্পন্ন, কাল শুভ সূচনা

সোমালিয়া ওয়েব নিউজঃ পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কৈলাস মানস সরোবর যাত্রা। আগামীকাল সিকিমের নাথুলা পাস দিয়ে প্রথম দল যাত্রা শুরু করবে। রাজ্যপাল ও. প্রকাশ মাথুর পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা করবেন।

প্রথম দলের ৩৬ জন পূণ্যার্থীর মধ্যে রয়েছেন বিদেশ মন্ত্রকের দুই আধিকারিকও। আকাশবানীর সূত্র জানিয়েছে, প্রতিটি দলকে সম্পূর্ণ যাত্রাপথ অতিক্রম করতে আনুমানিক ১০ থেকে ১১ দিন সময় লাগবে।

চলতি বছরে মোট দশটি দল নাথুলা পথ ধরে কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দেবে। পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর পূণ্যার্থীদের কাছে এই যাত্রার পুনরারম্ভ এক বিশেষ আনন্দের বার্তা নিয়ে এসেছে।

পূর্ণ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। যাত্রাপথে মেডিক্যাল ক্যাম্প, বিশ্রামগৃহ এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং আটকে পড়া যাত্রীদের দ্রুত উদ্ধার করতে একটি বিশেষ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

অতীতে প্রাকৃতিক দুর্যোগ এবং সীমান্ত পরিস্থিতির কারণে এই যাত্রা স্থগিত ছিল। এবার সরকার সমস্ত সম্ভাব্য সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সচেষ্ট।

Loading