ছাত্র রাজনীতি ও সমাজ দক্ষিণ কলকাতার কলেজে গণধর্ষণের অভিযোগে উত্তাল শহর, বিক্ষোভে বাম ছাত্র সংগঠন
সোমালিয়া ওয়েব নিউজ;আর জি কর কাণ্ডের রেস এখনো কাটেনি ,তার মধ্যেই গত ২৫শে জুন দক্ষিণ কলকাতার একটি নামী আইন কলেজের ইউনিয়ন রুমে চাঞ্চল্যকর ঘটনায় এক আইন ছাত্রী গণধর্ষণের শিকার হন, এমনই অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই কলেজের দুই বর্তমান ছাত্র ও একজন প্রাক্তন ছাত্র বলে জানা গেছে। এই ঘটনায় সমগ্র শিক্ষাঙ্গনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
আজ এই ঘটনার প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংগঠনের নেতাদের দাবি, কলেজ প্রশাসন ও রাজ্য সরকার এই ঘটনায় নীরব ভূমিকা নিচ্ছে এবং অপরাধীদের আড়াল করছে।
তৃণমূল কংগ্রেস বিরোধীদের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে দাবি করে, রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলিকে এখন “ধর্ষণ, শ্লীলতাহানি ও সমাজবিরোধী কার্যকলাপের আখড়া”তে পরিণত করা হয়েছে।
অন্যদিকে এসএফআই-সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাবি:
অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধ ইউনিয়ন রুম বন্ধ
অবিলম্বে ছাত্র সংসদ ও ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি (ICC)-র নির্বাচন আয়োজন
এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ স্বতঃপ্রণোদিত (Suo Moto) ভাবে হস্তক্ষেপ করেছে। চেয়ারপার্সন বিজয়া রাহাতকার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট চেয়েছেন এবং ভুক্তভোগীকে চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা দেওয়ার সুপারিশ করেছেন।
শিক্ষাবিদ ও সমাজকর্মীরা বলছেন, এই ঘটনা শুধু একটি isolated অপরাধ নয়, বরং শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা প্রশ্নে বড় চ্যালেঞ্জ।
“প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ও কৰ্মস্থানকে নিরাপদ পরিসরে পরিণত না করা গেলে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যাবে না,”— মন্তব্য এক বিশিষ্ট অধ্যাপকের।
📞 জরুরি যোগাযোগ
জাতীয় মহিলা কমিশন হেল্পলাইন: ৭৮২৭১৭০১৭০
পুলিশ হেল্পলাইন: ১০০ বা স্থানীয় থানায় অভিযোগ
এই ঘটনায় যেমন আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ প্রয়োজন, তেমনই প্রয়োজন শিক্ষাঙ্গনে সচেতনতা, সঠিক নেতৃত্ব এবং ছাত্র রাজনীতির ভিতরে স্বচ্ছতা। দোষীদের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন