October 6, 2025

ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ১লা জুলাই, স্মরণ করা হলো মহান চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়-কে, যিনি এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ১৮৮২ সালে এবং প্রয়াত হন ১৯৬২ সালে। তাঁর জন্ম ও প্রয়াণ একই দিনে হওয়ায় দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

ডাঃ রায় ছিলেন একজন কৃতী চিকিৎসক, যিনি লন্ডন থেকে এম.আর.সি.পি ও এফ.আর.সি.এস ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন এবং চিকিৎসা পেশায় অসামান্য খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নিবেদিতপ্রাণ কর্মী।

স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একাধারে ১৯৪৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত রাজ্য পরিচালনায় অসামান্য দক্ষতার পরিচয় দেন। তাঁর নেতৃত্বেই গড়ে উঠেছিল সল্টলেক, দুর্গাপুর, কল্যাণী, আসানসোল-এর মতো আধুনিক শহরগুলি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাঁর উন্নয়নমূলক কাজ আজও স্মরণযোগ্য।

তাঁর স্মরণে আজ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি সভা, স্বাস্থ্য সচেতনতা শিবির, রক্তদান কর্মসূচি সহ নানা সামাজিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী আজ পৃথক বার্তায় ডাঃ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ভারতের চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদান স্মরণ করে ১লা জুলাই দিনটি দেশে “জাতীয় চিকিৎসক দিবস” হিসেবে পালন করা হয়।

ডাঃ বিধান চন্দ্র রায় ছিলেন একাধারে চিকিৎসক, গর্বিত বাঙালি, ও ভারতমাতার এক মহান সন্তান। তাঁর জীবন আজও দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

Loading