সোমালিয়া ওয়েব নিউজঃ নাসার অ্যাক্সিয়োম ফোর (Axiom-4) মিশনের আওতায় মহাকাশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আজ পৃথিবীর উদ্দেশে রওনা দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর তিন সঙ্গী মহাকাশচারী। ভারতীয় সময় বিকেল সাড়ে ছ’টা নাগাদ মহাকাশ স্টেশন থেকে তাদের যানটি বিচ্ছিন্ন (undocking) হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, আগামীকাল অর্থাৎ ১৫ জুলাই দুপুর তিনটে নাগাদ তাঁরা সফলভাবে পৃথিবীতে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
এই মিশনের মাধ্যমে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতের তরফে মহাকাশ অভিযানে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেন। অ্যাক্সিয়োম ফোর ছিল একটি বেসরকারিভাবে পরিচালিত মিশন, যেখানে আন্তর্জাতিক স্তরের গবেষণা, বৈজ্ঞানিক পরীক্ষা ও মহাকাশ অভিজ্ঞতা বিনিময় ছিল মূল উদ্দেশ্য।
ভারতের তরফে মহাকাশ গবেষণায় সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভারতীয় নভোচারীর সফল উপস্থিতি গোটা দেশবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
ড. জিতেন্দ্র সিং বলেন, “এই সাফল্য ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। ভবিষ্যতের ‘গগনযান’ মিশনের প্রস্তুতিতেও এই অভিজ্ঞতা মূল্যবান ভূমিকা রাখবে।”
যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়, তাহলে আগামীকাল দুপুরে ভারত এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে—যখন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং তাঁর সহযাত্রীরা সফলভাবে পৃথিবীতে ফিরে আসবেন, মহাকাশ অভিযানের এক গৌরবময় অধ্যায় শেষ করে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর