October 5, 2025

‘ইয়াস’ ঝড়ের প্রভাবে চাষের জমিতে ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত চাষিরা

সোমালিয়া সংবাদ, হুগলি: আবহাওয়া দপ্তর সূত্রে খবর ইয়াস ঘূর্ণি ঝড়ের প্রভাবে অতিরিক্ত বৃষ্টি পাতের সম্ভবনা প্রবল ফলে হুগলী জেলায় ক্ষতি হতে পারে লক্ষ লক্ষ একর জমির তিল।হুগলী জেলা কৃষি দপ্তর সূত্রে খবর এবারে তৈল শস্যের চাষ হয়েছে প্রায় এক লক্ষ হেক্টর জমিতে যার পঞ্চাশ শতাংশ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি আধিকারিকরা। অন্যদিকে পরিপক্ক হয়নি এমন জমির তিল কেটে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন চাষীরা।বিঘা প্রতি তিল চাষে খরচ পরে প্রায় সাত থেকে দশ হাজার টাকা।ক্ষতির সম্ভাবনা প্রবল দেখে কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন চাষীরা। অন্য দিকে হুগলী জেলায় যে পরিমান তিল চাষ হয় তার উপর নির্ভর করেন মধু চাষীরা।ঘূর্ণি ঝড়ের প্রভাবে তিল নষ্ট হলে প্রভাব পড়বে মধু সংগ্রহের উপর। অন্যদিকে হুগলী জেলায় বাদাম এবং আনাজ চাষ হয় প্রায় ত্রিশ হেক্টর জমিতে সেখানেও অতিরিক্ত বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন চাষীরা।

Loading