সোমালিয়ার সংবাদ, তারকেশ্বর: তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হলো, সোমবার টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে এলাকার দুঃস্থ মানুষদের জন্য রান্না করা খাবার প্যাকেট সিস্টেমের মাধ্যমে প্রদান করা হলো ,কমিটির পক্ষ থেকে চন্দন সরকার জানান যে বর্তমানে সারা দেশের সাথে সাথে তারকেশ্বরে বেড়েছে মহামারির প্রকোপ, লকডাউনে দুস্থ সাধারন মানুষ ও ভবঘুরে মানুষদের অবস্থা শোচনীয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাঁরই অনুগত সৈনিক হয়ে আমরা আমাদের বিধায়ক রামেন্দু সিংহরায়ের নির্দেশে আজ এই সকল মানুষের জন্য পথে নেমেছি , এখানে আমরা কয়েকদিন এই ভাবেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করব, শুধু তাই নয় আমাদের রাজ্যের উপর দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ,সে বিষয়ে আমরা সাধারন মানুষকে সচেতন করছি ,আমাদের একটা টিম তৈরি করেছি ,সেই টিম নিয়ে চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকব এবং শুধু তাই নয় যে সকল গরিব মানুষের কাঁচা বাড়ি, বা ঝুপড়ি বাড়ি আছে তাদেরকে সেখানে থেকে সরিয়ে আমাদের রিলিফ ক্যাম্পে নিয়ে আসব ,সেখানে শুকনো খাবার ,রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী ব্যবস্থা থাকবে এবং রাস্তায় যদি কোন গাছ পড়ে যায় আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গে সেই গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেবে বলে তারা জানান ,এদিনের ত্রাণ অনুষ্ঠান থেকে এলাকার ৩০০ জন দুস্থ মানুষের হাতে রান্না করা খাবার,জল,মাক্স প্যাকেট এর মাধ্যমে তুলে দেয়া হয় ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি