সোমালিয়া সংবাদ, আরামবাগ: আমাদের খবরের জের। আমরাই প্রকাশ করেছিলাম মহাকুমার এক সাধারন রেশন ডিলারের পক্ষ থেকে ভ্যাকসিন এর জন্য সমস্ত সরকারি দপ্তরে আবেদন।বেশ কিছুটা সময় দেরী হলেও অবশেষে শুরু হলো রেশন ডিলার, তাদের কর্মচারী এবং খাদ্য দপ্তরে আধিকারিক ও কর্মীদের ভ্যাকসিন। আরামবাগ মহুকুমা খাদ্য নিয়ামকের অফিসে খুব সুন্দর ভাবে ভ্যাকসিন দেওয়ার পর্ব আজ থেকে শুরু হল। পাবলিক ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত প্রত্যেকে খুশি এই উদ্যোগে। অভিজ্ঞ মহল মনে করছেন- রেশন ডিলার এবং খাদ্য দপ্তর একযোগে করোনাকালের শুরুর সময় থেকে কাজ করে যাচ্ছে। উচিত ছিল তাদেরকেও করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করা।আরো এক বছর আগে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবলে ও ভ্যাকসিন দেওয়ার সম্পন্ন করলে হয়তো বেশকিছু রেশন ডিলার এবং খাদ্য দপ্তরের কর্মীদের বাঁচানো যেত। দপ্তরের সমস্ত কর্মী এবং রেশন ডিলার দের ভ্যাক্সিনেশন শুরু করতে পেরে খুশি মহাকুমার খাদ্য নিয়ামক অভিজিৎ মাইতি মহাশয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি