October 5, 2025

আসছে ঘূর্ণিঝড় ইয়াস, নৌকা নিয়ে সর্তকতা মাঝিদের

গত বছর আমফানের তান্ডবে নদী পাড়ে রাখা দুটি নৌকা নিখোঁজ হয়, এবং বেশ কয়েকটি নৌকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়। সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আগাম সতর্কতায় যাত্রী পারাপারে নৌকা গুলিকে নদী পাড়ে তুলে রেখে একটার সাথে আর একটা বেঁধে রাখা হলো। হুগলী শ্রীরামপুর ব্যারাকপুর ফেরি পারাপারের এমনই ছবি দেখা গেলো।গতবারে আমফানের সময়ে নৌকা গুলিকে শ্রীরামপুরের দিকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি, নৌকা গুলিকে ওপর দিয়ে তান্ডবলীলা চালিয়েছিল ঘুর্নিঝড় আমফান।সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আর শ্রীরামপুরের দিকে নয়, এবারে ব্যারাকপুরের গঙ্গার পাড়ে রাখা হয়েছে নৌকা গুলি।রাখা হচ্ছে নজর।

Loading