গত বছর আমফানের তান্ডবে নদী পাড়ে রাখা দুটি নৌকা নিখোঁজ হয়, এবং বেশ কয়েকটি নৌকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়। সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আগাম সতর্কতায় যাত্রী পারাপারে নৌকা গুলিকে নদী পাড়ে তুলে রেখে একটার সাথে আর একটা বেঁধে রাখা হলো। হুগলী শ্রীরামপুর ব্যারাকপুর ফেরি পারাপারের এমনই ছবি দেখা গেলো।গতবারে আমফানের সময়ে নৌকা গুলিকে শ্রীরামপুরের দিকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি, নৌকা গুলিকে ওপর দিয়ে তান্ডবলীলা চালিয়েছিল ঘুর্নিঝড় আমফান।সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আর শ্রীরামপুরের দিকে নয়, এবারে ব্যারাকপুরের গঙ্গার পাড়ে রাখা হয়েছে নৌকা গুলি।রাখা হচ্ছে নজর।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি