October 5, 2025

বিশ্বজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এখন নামজাদা চাষি

সোমালিয়া সংবাদ, রাঁচি: একসময় বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন, সেই দাপুটে ক্রিকেট সম্রাট এখন ভরপুর একজন চাষি। তিনি আর কেউ নন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমন কোন ক্রীড়াপ্রেমী খুঁজে পাওয়া যাবে না যিনি ধোনির নাম শোনেননি। উল্লেখ্য, গত বছর ১৫ই আগস্ট ক্রিকেট জগত থেকে অবসর গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকেই তিনি নিজের জমিতে চাষের কাজে মন দিয়েছেন। মনের আনন্দে বিভিন্ন জিনিস চাষ করে চলেছেন। নিজেও মাঠে নেমে ফসলের যত্ন নিচ্ছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, ঝাড়খণ্ডের রাঁচি সংলগ্ন সেম্বো গ্রামে ধোনির একটি ফার্ম হাউস আছে। রিং রোডে অবস্থিত ওই ফার্ম হাউসের আয়তন প্রায় ৪৩ একর। তার মধ্যে ১০ একর জমিতে তিনি এখন বিভিন্ন সবজি ও ফলের চাষ করছেন। যার মধ্যে এই মুহূর্তে খুব ভালো ফলন হয়েছে স্ট্রবেরি, বাঁধাকপি, টমেটো, ব্রকলি, মটরশুটি, পেয়ারা ইত্যাদি। উল্লেখ্য, রাঁচির বাজারে এই সমস্ত সবজির প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু পাশাপাশি দুবাইয়েও ধোনির প্রচুর ভক্ত রয়েছেন। মহেন্দ্র সিং ধোনিকে তাঁরা একেবারে দেবতার মত শ্রদ্ধা করেন। তাই এ বছরের  ইংরেজি নববর্ষও তিনি দুবাইয়েই কাটাচ্ছেন। পাশাপাশি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর এই সমস্ত উৎপন্ন সবজি দুবাইয়ের ভক্তদের জন্যও পাঠাবেন। ইতিমধ্যেই তিনি সেখানকার কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। এ ব্যাপারে ঝাড়খণ্ডের কৃষি দপ্তরও দুবাইয়ের সঙ্গে সমস্ত কথাবার্তা শেষ করে ফেলেছে। যে কোন মুহূর্তে দুবাইয়ে পৌঁছে যাবে ধোনির চাষ করা বিভিন্ন সবজি। পাশাপাশি ধোনির এই চাষবাসে এই মুহূর্তে খবরের শিরোনামে তাঁর নিজের গ্রাম ও এলাকা। এর ফলে সেখানকার অন্যান্য চাষিরাও আশায় বুক বেঁধেছেন। তাঁদের ধারণা, ধোনির হাত ধরে তাঁদের উৎপাদিত ফসল আন্তর্জাতিক বাজার পাবে। তাঁরাও ভীষণভাবে লাভবান হবেন।

Loading