October 5, 2025

রবিবাসরীয় চমক: ফুরফুরা শরিফে মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি, বৈঠক পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে

 সোমালিয়ার সংবাদ, ফুরফুরা শরিফ: জল্পনা চলছিলই। মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন এআইএমআইএম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে সমঝোতা নিয়ে। এরপর রবিবার হঠাৎই ফুরফুরা শরিফে এসে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসলেন আসাউদ্দিন ওয়াইসি। এদিন বেলা এগারটা নাগাদ তিনি ফুরফুরা শরিফে পৌঁছান। যদিও পীরজাদা আব্বাস সিদ্দিকীর পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক। এর সঙ্গে অন্য কোন সম্পর্ক নেই। তবে তাঁরা যাই বলুন না কেন এই বৈঠকে যে রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তা নিয়ে অনেকেই নিশ্চিত। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পীরজাদা আব্বাস সিদ্দিকী সক্রিয় রাজনীতিতে আসার কথা জানাচ্ছেন। একসময় তিনি এই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেন। পরে তিনি নিজে নতুন দল  তৈরি করতে চলেছেন বলেও জানিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত সেই দলের নাম তিনি ঘোষণা করেননি। এরপরই মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসির ফুরফুরা শরিফে আগমন এবং পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক নতুন কোন দিকের সূত্রপাত ঘটাতে পারে বলে মনে করছেন। এখন দেখার আব্বাস সিদ্দিকী নতুন কোন দল ঘোষণা করেন নাকি মিমের সঙ্গে একযোগে কাজ করতে ওই দলেই যোগ দেন।

Loading