সোমালিয়া ওয়েব নিউজ: কৃষক পরিবারের অভিযোগ বেআইনি ভাবে এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং তৃণমূল নেতা কর্মীদের মদতে তার জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ১ লক্ষ ৩২ হাজার ভোল্টেজ ক্ষমতা ট্রান্স মিশন লাইন । এই ট্রান্স মিশন লাইন তারাকেশ্বর সাব স্টেশনের সাথে যুক্ত করা হবে জাঙ্গিপাড়া সব স্টেশনের সাথে । জানা গেছে, তারকেশ্বরের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের কলাইকুড়ু এলাকায় এই ট্রান্স মিশন লাইন নিয়ে যাওয়া কে কেন্দ্র করে কয়েক ধরে জমির মালিক দের সাথে জটিলতা তৈরি হয় ঠিকাদারি সংস্হার।
ওই এলাকায় বেশ কিছু চাষীর মতামত ছাড়াই জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্স মিশন লাইনের তার।আরো অভিযোগ ২০১৭ সালের সার্ভে অনুযায়ী যে জমির উপর দিয়ে ট্রান্স মিশন লাইনের রুট ম্যাপ ছিল তা বেশ কয়েক জন প্রভাব শালীর জমি বাঁচাতে ঘুরিয়ে দেওয়া হয় লাইন নিয়ে যাওয়ার রুট ম্যাপ। ঔস্বেচ্ছায় মৃত্যুর আবেদন করি জমির মালিক অমিত বিশ্বাসের দাবি ট্রান্স মিশন লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী অর্ধেক ডিম্বাকৃতি আকারে নিয়ে যাওয়া হয় সেখানে এই এলাকায় শুধু মাত্র প্রভাবশালী দের জমি বাঁচাতে ত্রিকোণ করা হয়েছে কলাইকুড়ু এলাকায়। যদিও তিনি আরো দাবি করেন উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত তার জমির উপর দিয়ে ট্রান্স মিশন লাইন নিয়ে যাওয়ার ক্ষত্রে তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন বলে রায় দেওয়া হয় উচ্চ আদালতে। যদিও ঠিকাদারি সংস্থার সাইট ইঞ্জিনিয়ার সৌমেন মন্ডল বলেন আমরা সমস্ত আইন মেনে কাজ করছি,সরকারি ভাবে কাজ করতে বলা হলে কাজ চালিয়ে যাবো বন্ধ করতে বললে বন্ধ করবো। প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য বাপি রায় বলেন আগে যে রুট ম্যাপ নির্দিষ্ট ছিল তা স্থানীয় কিছু নেতার মদতে এবং অর্থের বিনিময়ে তা বদলানো হয়েছে। যদিও পূর্ব রামনগর পঞ্চায়েতের উপ প্রধান আশীষ সামন্ত বলেন এই কাজের সাথে পঞ্চায়েতের কোনো সম্পর্ক নেই এবং কোন তৃণমূল নেতা কর্মীরা রুট ম্যাপ ঘোরানোর ক্ষেত্রে আর্থিক দুর্নীতির সাথে যুক্ত নয়। যদিও ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কয়েক জন জমির মালিক অভিযোগ জানিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্বেচ্ছা মৃত্যু আবেদন কারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমি না বাঁচানো হলে তাঁরা স্বপরিবারে স্বেচ্ছায় মৃত্যু বরণ করবেন যা জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন পাঠানো হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি