October 6, 2025

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সোমালিয়া সংবাদ খানাকুল বিজেপি কর্মীদের অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হল দুই তৃণমূল কর্মীকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। আক্রান্ত ওই তৃণমূল কর্মীরা হলেন  আশিস সামন্ত ও তাপস সামন্ত। আশিস ওই গ্রামের দীর্ঘদিনের তৃণমূল কর্মী। এবারই প্রথম নয়, লোকসভা নির্বাচনের পর থেকে তাঁর ওপর বিজেপি কর্মীরা বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে বলে তিনি জানান। এমনকি বিজেপির পতাকা হাতে ধরিয়ে গোটা গ্রামেও একবার ঘুরিয়েছে। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমার চারটি আসনেই তৃণমূলের পরাজয় ঘটেছে। এমনকি এই তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের একুশটা বুথের মধ্যে তেরটি বুথেই তৃণমূলকে হারতে হয়েছে। আর তাই এই সমস্ত এলাকায় বারেবারেই তৃণমূল কর্মীদের ওপর বিজেপি আক্রমণ চালাচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। আশিস জানান, এদিন কয়েকজন বিজেপি কর্মী এলাকার একটি বকুল গাছের ডাল কাটছিল। তাঁরা প্রতিবাদ করেছিলেন। কিন্তু এই বিজেপি কর্মীদের দাবি যেহেতু তারা ওখানে জয়লাভ করেছে তাই তারা যা খুশি করবে। তৃণমূলের প্রতিবাদ করার কোন অধিকার নাই। এরপর ওই দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাপস সামন্তর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর খবর দেওয়া হয় খানাকুল থানায়। ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। তার আগেই ওই বিজেপি কর্মীরা ঢাকা দেয়। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Loading