October 6, 2025

চিত্র: সৌজন্যে গুগল

জুন মাস থেকেই শুরু হচ্ছে রেশন দোকানে বায়োমেট্রিক সিস্টেম

রেশন ব্যবস্থায় দুর্নীতির কথা সবসময় শোনা যায়। অস্বচ্ছ রেশন ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য বেশ কয়েক বছর আগে থেকেই উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এবার রাজ্য সরকারও স্বচ্ছতার পক্ষে সেই উদ্যোগ কে মান্যতা দিয়ে নতুন আদেশ জারি করল। পরিবারের পক্ষ থেকে যেকোন একজন রেশন গ্রাহককে হাতের আঙ্গুলের ছাপ অথবা মোবাইলে ওটিপি অথেন্টিকেশন এর মাধ্যমে রেশন দ্রব্য তুলতে হবে। পুরো রেশন ব্যবস্থা কম্পিউটারাইজড সিস্টেম এর মধ্য দিয়ে চলবে। অনলাইনে নিজে নিজে অথবা সাইবার ক্যাফেতে রেশন গ্রাহক তার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিংক করাতে পারেন। এছাড়া ব্লক রেশন অফিস থেকেও এই লিঙ্ক করানো যাবে।
এবার দেখে নেওয়া যাক এই ব্যবস্থায় কি কি সুবিধা এবং অসুবিধা–

সুবিধা–
রেশন ব্যবস্থা প্রায় অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে।

সব সময় রেশন ডিলারদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ওঠে, সেই অপবাদের হাত থেকে রেহাই পাবেন রেশন ডিলাররা।

ফলস, ডুবলিকেট, মৃত, বিবাহিত প্রভৃতি রেশন কার্ড তা সহজেই আইডেন্টিফিকেশন করে খাদ্য দপ্তর বাদ দিতে পারবে ফলে সরকারের আর্থিক ক্ষতি এবং কালোবাজারি বন্ধ হবে।

মোবাইলে মেসেজ এবং আঙ্গুলের ছাপ দিয়ে রেশন দ্রব্য তোলার জন্য পরবর্তী সময়ে কোনো গ্রাহক আর অস্বীকার করতে পারবে না যে সে রেশন দ্রব্য পায়নি ইত্যাদি।

অসুবিধা–

বায়োমেট্রিক এবং ওটিপি চালু হবার জন্য রেশন বিলি করতে বেশ কিছুটা সময় বেশি লাগবে, গ্রাহককে লাইনে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে।

কোনো গ্রাহকের হাতের ছাপ না মিললে সে ক্ষেত্রে মোবাইলের ওটিপি এর সুবিধা আছে কিন্তু অনেক গরিব পরিবার আছে যাদের মোবাইল নেই সে ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন গ্রাহক হতে পারে।

পস মেশিনে নেটওয়ার্ক বা সার্ভারের সমস্যা থাকলে লিঙ্ক ফেলিওর হতে পারে। সেক্ষেত্রে রেশন বিলি বন্টনের ব্যাঘাত হতে পারে।

এই ছোট ইপস মেশিনের মাধ্যমে এতসংখ্যক রেশন গ্রাহককে মাল বিলিবন্টন করা প্রায় অসম্ভব, কষ্টকর। একমাত্র ডেক্সটপ সিস্টেম এবং আলাদা করে বায়োমেট্রিক ডিভাইস ব্যবস্থা করলে ভালো হয়। এর সাথে সাথে আইরিশ স্ক্যানার (হাতের আবুলের ছাপ না মিললে, চোখের মনি স্ক্যান) এর ব্যবস্থা রাখা উচিত।

এই করণা মহামারীর সময় ePos মেশিনে প্রতিটি গ্রাহকের আঙ্গুলের ছাপ নেওয়া, রেশন গ্রাহক এবং রেশন ডিলার উভয়ের পক্ষেই বিপদজনক।

এতকিছু ব্যবস্থার পরেও যে রেশন ডিলারদের মারফত খাদ্যদ্রব্য বিলি হয় সেই রেশন ডিলারদের নিরাপত্তা এবং সঠিক সময়ে উপযুক্ত কমিশনের কথা ভাবছে না কেন্দ্র-রাজ্য কোন সরকারই। রেশন দ্রব্য/কেরোসিন তেল বিলির ক্ষেত্রে হ্যান্ডেলিংলস বা কমতা পায়না রেশন ডিলাররা। ইপস মেশিন অনেক কিছু সমস্যা আছে। এক শ্রেণীর রেশন ডিলাররা এই ব্যবস্থায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন। বর্তমান সময় অনুযায়ী রেশন ডিলারের উপযুক্ত পারিশ্রমিক না হলে রেশন ব্যবস্থা চালানো সম্ভব নয়। সাধারণ রেশন ডিলারের তাদের উপযুক্ত, সময় উপযোগী, সঠিক সময়ে কমিশনের জন্য যদি আদালতের দ্বারস্থ হয় তবে কিছুটা স্বস্তি মিলতে পারে। এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল।

Loading