October 6, 2025

করোনা অতিমারিতে দুঃস্থ মানুষ কে বিনামূল্যে আহার দিতে এগিয়ে এলো সাঁবুই ফাউন্ডেশান

সোমালিয়া ওয়েব নিউজ: করোনা অতিমারিতে দুঃস্থ মানুষ কে বিনামূল্যে আহার দিতে এগিয়ে এলো সাঁবুই ফাউন্ডেশান। হরিপালের নব নির্বাচিত বিধায়ক ড: করবী মান্নার উদ্যোগে হরিপাল ব্লক তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদেব সাঁবুই এর প্রচেষ্টায় আজ থেকে শুরু হলো রান্না করে বসিয়ে খাওয়ানোর কর্মসূচী। প্রতিদিন ব্লকের বিভিন্ন এলাকার দুঃস্থ পরিবারদের বিনামূল্যে ভাত, ডাল, সব্জি, মাছ, মাংস, ডিম দেওয়া হবে। এদিন এর উদ্বোধন করেন বিধায়ক ড: করবী মান্না, তৃনমূল ব্লক সভাপতি দেবাশিস পাঠক, আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকার, হরিপাল জয়হিন্দ বাহিনীর সভাপতি সরুপ মিত্র সহ ব্লক তৃনমূল কংগ্রেসের সদস্যরা। গত বছর লকডাউন পরিস্থিতিতে সুদেব সাঁবুই এর উদ্যোগে নালিকুল ও হরিপালে দুঃস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিল।

Loading