সোমালিয়া সংবাদ আরামবাগ এক বৃদ্ধ তৃণমূল কর্মীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম লক্ষীকান্ত ঘোষ। তিনি আরামবাগ ব্লক অফিসের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর বাড়ি আরামবাগের পূর্ব হরিপুর গ্রামে। তাঁর অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় তিনি যখন বাড়ি থেকে বাইরে বের হচ্ছিলেন তখনই বিজেপি আশ্রিত একদল সশস্ত্র দুষ্কৃতী তাঁকে লাঠি, রড, কাটারি দিয়ে মারধর করে। এরপর রাস্তার ধারে ফেলে রেখে পালায়। স্থানীয় মানুষ দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় তিনি বেশ কয়েকজনের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ রাতেই তাপস সাঁতরা নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে তাদের দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন খানাকুল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা আলি হাসান। তিনি যখন পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন তখন খানাকুলের ধরমপুরের কাছে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি