October 6, 2025

লীভ টু লাভ সংস্থার ব্যবস্থাপনায় পথ শিশুদের ড্রাই ফুড বিতরণ

সোমালিয়া সংবাদ তারকেশ্বর তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় লীভ টু লাভ এর ব্যবস্থাপনায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় পথচলতি শিশুদের ড্রাই ফুড তুলে দেয় সংস্থার পক্ষ থেকে‌। প্রায় তিরিশ দিন ধরে আমরা স্টেশন চত্বর এলাকায় বেশ কিছু বন্ধু বান্ধব মিলে এই লকডাউন পরিস্থিতিতে কিছু পথ শিশুদের হাতে এই ড্রাই ফুড তুলে দিই, কারণ এই লকডাউন এর কারণে সমস্ত দোকানপাট বন্ধ তাদের মুখে হাঁসি ফোঁটাতে মুড়ি, চানাচুর, বিস্কুট সহ বেশ কিছু ড্রাই ফুড নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি ।

Loading