সোমালিয়া সংবাদ, গোঘাট: করোনা মহামারীতে দেশের মানুষ মোটেই ভাল নেই। জীবনধারন ও বেঁচে থাকার জন্য নিয়মিত চলছে লড়াই। আছে বিভিন্ন সংকট ও সমস্যা, সেইসব সমস্যার সঙ্গে বেড়েছে বিভিন্ন এলাকায় হিজড়াদের উৎপাত। যদিও এ উৎপাত নতুন কিছু নয়। আগেকার সময়ে সাধারণ মানুষ যা সাহায্য করত তা নিয়ে সন্তুষ্ট থাকতো এই তৃতীয় লিঙ্গের মানুষেরা। বর্তমানে তাদের দাবি মত অর্থ না দিলে শুরু করে বিভিন্ন রকমের অসভ্যতা, নোংরামি ও বিশৃঙ্খলা। এই নিয়ে হিজড়াদেরই একাংশ এবং অভিজ্ঞ মহল বলেছেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, বিনা পরিশ্রমে নোংরামি করে অতি অল্প সময়ে অধিক অর্থ উপার্জনই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। সকালেই তারা দলে দলে বিভক্ত হয়ে গৃহস্থের বাড়ি, বিভিন্ন দোকান, অফিস রাস্তাঘাট, বিয়ে বাড়ি, বাস, ট্রেন ইত্যাদি অনেক জায়গাতেই হানা দিচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এলাকায় তাদের নেটওয়ার্ক যথেষ্টভাবে সক্রিয়। সরকারি-বেসরকারি হসপিটাল এবং নার্সিংহোমের একশ্রেণীর কর্মচারীদের সাহায্যে, নতুন শিশু জন্মগ্রহণ করলেই তাদের পিতা-মাতার ঠিকানা ও তথ্য নিয়ে গৃহস্থের বাড়িতে সন্তান নাচানোর নামে এই করোনা পরিস্থিতিতেও শুরু করছে অত্যাচার। তারা এসে এও দাবি করছে সরকার থেকে নাকি নিয়ম আছে, তাদের কাছে লাইসেন্স আছে এবং সরকারের পক্ষ থেকে এই তৃতীয় লিঙ্গ মানুষদের বলা হয়েছে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের নাচানো। ধার্য করে দিচ্ছে তাদের অর্থের পরিমাণ, এর সাথে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারলে চলছে অসভ্য ভাষা, গালিগালাজ ,অভিশাপ, ভাঙচুর চালানো, মারামারি, উলঙ্গ নৃত্য প্রদর্শন ইত্যাদি। এছাড়া শিশু চুরি, প্রেমে প্রতারণা, টাকা-পয়সার প্রতারণা ইত্যাদি বিভিন্ন অভিযোগও মাঝে মাঝে ওঠে। তারা মানুষকে হুমকি দিয়ে চ্যালেঞ্জ করে বলছে, পুলিশ-প্রশাসন, জনপ্রতিনিধি ইত্যাদি এই বিষয়ে কেউ কিছু তাদের কোন ব্যবস্থা নিতে পারবে না। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ গৃহস্থরা। আসলে সাধারণ মানুষ এ বিষয়ে সচেতন নয় এবং প্রশাসনও এই বিষয়ে কঠোর নয়। তাই দিন দিন নিয়ন্ত্রণহীন ভাবেই হিজড়ারা বেপরোয়া হয়ে উঠছে।
অভিজ্ঞ মহল আরও মনে করছেন, এদের জন্য আইন তো করা হয়েছে, আইনকে ঠিকমতো সরকারের কার্যকরী করা উচিত। সরকারের পক্ষ থেকে এই তৃতীয় লিঙ্গ মানুষদের যদি সঠিকভাবে পুনর্বাসন এবং বিভিন্ন রকম সামাজিক কর্মে কাজে লাগানো যায় তবেই কিছুটা হলেও এই অত্যাচার থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন