October 5, 2025

আক্রান্ত টিএমসি কর্মী, অভিযুক্ত বিজেপি

সোমালিয়া ওয়েব নিউজ এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর বাঁ হাত ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও দুটি পায়ে গুরুতর চোট লেগেছে। আক্রান্ত ওই তৃণমূল তৃণমূল কর্মীর নাম সেখ মুজিবর রহমান। বাড়ি খানাকুলের বাঁকানগর এলাকায়। তাঁর ছেলে ওয়াসিম আক্রম জানান,  তাঁর বাবা একটি চায়ের দোকানে চা খেয়ে বের হচ্ছিলেন। তখনই  বিজেপি আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তাঁকে প্রথমে চড়-চাপড় মারে। তারপর লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় তাঁর বাবা গুরুতর জখম হন। এরপর স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেয়ে সেখানে ছুটে যান। তাঁদেরকে দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপর পরিবারের লোক ও দলীয় কর্মীরা তাঁকে খানাকুল  হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার পিছনে তাদের দলের কেউ যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটে থাকতে পারে।

Loading