October 5, 2025

শিলিগুড়ির পর এবার কোন্নগর, করোনার ভ্যাকসিন নেওয়ার পর শরীরে চুম্বকের মত আটকে যাচ্ছে লোহার জিনিস

শিলিগুড়ির পর কোন্নগরে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পর চুম্বকের মতো শরীরে আটকে যাচ্ছে যেকোনো লোহার জিনিস। কোন্নগর এম এন বোস এলাকার ব্যাবসায়ী গৌতম কুমার দে কয়েকদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন।কিন্তু আজ আচমকাই ১০ টাকার কয়েক বুকে রাখলে সেটা লেগে যায়। তারপর লোহার যে কোনো জিনিস শরীরে লাগালে সেটা চুম্বকের মতো লেগে যাচ্ছে। এই নিয়ে তিনি পারিবারিক চিকিৎসক-এর সাথে পরামর্শ নিয়েছেন এবং আতঙ্কে আছেন বলে জানান গৌতম কুমার দে।

Loading