সোমালিয়া ওয়েব নিউজ: আজকে ভোরবেলা কোতুলপুর থানাতে খবর আসে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের চোরকলা বাজারে কিছু দুষ্কৃতী শশাঙ্ক রায়ের একটি মুদি দোকানের জানালা ভেঙে কিছু টাকা ও জিনিষ পত্র নিয়ে চম্পট দিয়েছে। অতি তৎপরতার সঙ্গে ওসি কোতুলপুর নিকটবর্তী থানাতে খবর দেয় তাদের নাকা চেক পোষ্ট ও পুলিশ কর্মীদের সচেতন করার জন্য। সঙ্গে সঙ্গে বিভিন্ন থানা ঝাঁপিয়ে পড়ে গ্যাংটিকে ধরার জন্য এবং কিছুক্ষণের মধ্যে জয়পুর থানার বৈতল পুলিশ ক্যাম্প থেকে খবর আসে SI শেখ আলি মোর্তজা তার নাকা টিম সহ একটি সাদা রঙের রেনল্ট কুইড গাড়ি সহ তিন জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ করাতে তারা স্বীকার করে তারা আজকে শেষ রাতের দিকে কোতুলপুর থানার অন্তর্গত চোরকলা বাজারে একটি দোকানে তার জানালা ভেঙে ঢুকে কিছু টাকা ও দামী প্রসাধনী সামগ্রী নিয়ে পালিয়ে এসেছে।এদের নাম শেখ আনু রুদ্দিন বয়স ২৬, শেখ সর্যু বয়স ২০, আরেক জন উজ্জ্বল সিংহ যার বয়স ২০। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। কোতুলপুর থানাতে শশাঙ্ক রায়ের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে। ওদের প্রত্যেকে আজকে বিষ্ণুপুর কোর্টে চালান করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে আরো কেউ ছিল কিনা জিজ্ঞাসা বাদ করা হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি