সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিদিন নানান অদ্ভুত ঘটনা ঘটে চলে। তাদের মধ্যে কিছু ঘটনা ঘটে বিশেষ কোন কারণে, আবার কিছু ঘটনা ঘটে কোন কারন ছাড়াই। যেমন কম্বোডিয়ার সেনাবাহিনীতে সেনাদের পাশাপাশি নিয়োগ করা হচ্ছে ইঁদুরদের। একথা শুনে অনেকেরই অদ্ভুত লাগতে পারে। কিন্তু বর্তমানে এটা খুবই সত্য এবং প্রাসঙ্গিক। উল্লেখ্য, গৃহযুদ্ধে জর্জরিত একটি দেশ হল কম্বোডিয়া। ১৯৭৯ সাল থেকে শুধুমাত্র বিভিন্ন মাইন বিস্ফোরণের ঘটনায় প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একপক্ষ অন্যপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে দেশের বিভিন্ন এলাকায় মাইন পুঁতে রেখে ক্ষমতা দখল করতে চেয়েছে। আর তার জেরেই প্রাণ হারাতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষকে। এমনকি মাটির নিচে বহু মাইন এখনও পুঁতে রাখা রয়েছে, যা যে কোন মুহূর্তে দেশবাসীর কাছে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কম্বোডিয়া সরকার ওইসব মাইন খুঁজে বের করে শান্তি ফেরাতে সব সময় ব্যস্ত। আর এই মাইন খোঁজার ব্যাপারেই তারা কাজে লাগাতে চেয়েছে ইঁদুরকে। কারণ ইঁদুরের ঘ্রাণশক্তি নাকি প্রবল। তারা খুব সহজেই কোথায় মাইন পুঁতে রাখা রয়েছে তা চিহ্নিত করে দিতে পারে। সেজন্যই ২০১৬ সাল থেকে কম্বোডিয়ার সেনাবাহিনীতে বেশ কিছু ইঁদুরকে নিয়োগ করা হয়েছে। সম্প্রতি আরও কুড়িটি ইঁদুরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বর্তমানে মোট ৪৮ টি ইঁদুর এই মাইন খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই সমস্ত ইঁদুরগুলোকে রীতিমতো প্রশিক্ষণ দিতে হয়েছে। এরজন্য তানজানিয়ার অ্যাপোপো নামে একটি সংগঠন এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনীর ইঁদুরগুলোর দায়িত্বে থাকা এক প্রতিনিধি মালেন জানিয়েছেন, ইঁদুরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল। এমনকি মানুষের থেকেও অনেক বেশি। তাই এই মাইন খোঁজার ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমকা নিয়েছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু