সোমালিয়া ওয়েব নিউজ: বাঙ্গালীদের ঘরে ঘরে আজ পালিত হচ্ছে জামাইষষ্ঠীর অনুষ্ঠান। অতি প্রাচীন প্রথা অনুযায়ী এই দিন শ্বশুরবাড়িতে জামাইদের জামাই আদরে খাওবার রীতি চলে আসছে। কিন্তু আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যাদের কাছে দুবেলা অন্ন সংস্থান করাই কঠিন। সেই সব মানুষদের কথা সমাথায় রেখে চাঁপদানি কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অরিন্দম গুইন এর উদ্যোগে দুঃস্থ মানুষদের মধ্যে পালন করা হল জামাই ষষ্ঠীর অনুষ্ঠান।দেড়শ জন মানুষের পাতে বিরিয়ানি মাংস আম মিষ্টি সহ তাদের হাতে তুলে দেওয়া হল একটি করে গিফটের প্যাকেট ।ছাতা, স্নো পাউডার, চিরুনি, তোয়ালে সহ ২৫ রকম সামগ্রিক এই উপহারের মধ্যে ছিল। এ ব্যাপারে বলতে গিয়ে অরিন্দম বাবু জানান আজকের দিনটা একটা বিশেষ দিন সেই জন্যই আমরা এই উদ্যোগ নিলাম। গত ২৫ দিন ধরে আমরা প্রতিদিন তিনশ থেকে চারশ জন মানুষের হাতে দুপুরের আহার তুলে দিচ্ছি ,তবে আজকের দিনটা যেহেতু বিশেষ দিন তার জন্য একটু অন্যরকম ব্যবস্থা করলাম। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত মানুষরা এসেছিলেন তারাও বিধায়কের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করলেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেওড়াফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পিন্টু মাহাতো।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি