সোমালিয়া ওয়েব নিউজ: গত কয়েকদিনের টানা বৃষ্টি তার ওপর রাতভর বৃষ্টিতে রীতিমতো জলে ফুঁসছে দ্বারকেশ্বর নদী । নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত কানায় কানায় জলে পরিপূর্ণ । বাঁকুড়ার মিনাপুর গ্রামে যাতায়াত যোগ্য একমাত্র ভাসাপোল সম্পূর্ণ জলের তলায় ফলে বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন আর এখানেই চরম সমস্যায় পড়তে হয়েছে মিনাপুর সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের । যারা নিত্যদিন বাঁকুড়া শহরে বিভিন্ন প্রয়োজনীয় কাজ মেটাতে আসেন ও স্থানীয় কৃষকরা উৎপাদিত কৃষিজদ্রব্য বাঁকুড়া শহরে বিক্রি করতে আসেন এখন তারাও আসতে পারছেন না ফলে তাদেরকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি আগামী দিনে যদি আরও বৃষ্টি হয় তাহলে দ্বারকেশ্বর নদী তীরবর্তী গ্রামগুলি জলে ভাসতে পারে এই আশঙ্কাতেও তাদের রাতের ঘুম ছুটেছে । দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ভাসাপোলটি নতুন করে সংস্কার করার আবেদন করা হয়েছে কিন্তু প্রশাসনিক তরফে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি । ফলে প্রতি বছরই তাদেরকে এই দুর্ভোগের সম্মুখীন হতে হয় । সমিত দাস নামে এক গ্রামবাসী বলেন , গতকাল রাতভর বৃষ্টি হয়েছে যার কারণে নদীর কানায় কানায় জল এরপর আরও বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকে যাবে । ফলে রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে আমাদের মধ্যে । সৌরভ গুহ নামে অপর এক গ্রামবাসী বলেন , রাতভর বৃষ্টির কারণে নদীতে বন্যা হতে পারে আমদের ভয়ে দিন কাটাতে হচ্ছে ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি