October 6, 2025

মানবিক : দুর্ঘটনায় মৃত খানাকুলের মহিলা তৃণমূল কর্মীর হৃদপিণ্ড, কিডনি ও চক্ষুদানে নজির

সোমালিয়া সংবাদ, খানাকুল: মৃত্যুর পরেও মানবিক দৃষ্টান্তের নজির গড়লেন খানাকুলের এক মহিলা তৃণমূল কর্মী। সাধারণ মানুষের স্বার্থে তিনি তাঁর হৃদপিণ্ড, কিডনি এবং দুটি চোখ দান করে গেলেন। তাঁর এই কাজে উচ্ছ্বসিত খানাকুলের তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। জানা গেছে, ওই তৃণমূল কর্মীর নাম মনসারানী সিং (৫৩)। বাড়ি খানাকুল-১ নম্বর ব্লকের কৃষ্ণনগর গ্রামে। তিনি সবজি বিক্রি করে সংসারের কাজে স্বামীকে সাহায্য করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে বর্তমান। স্বামী নবকুমার সিং দরিদ্র চাষি। ২০০৮ সাল থেকে মনসাদেবী তৃণমূলের সক্রিয় কর্মী। ওই বছরই পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় ১০৫ নম্বর বুথ থেকে তিনি তৎকালীন ক্ষমতাসীন সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। শেষদিন পর্যন্ত তিনি তৃণমূলের হয়ে কাজ করে গেছেন। জানা গেছে, সপ্তাহখানেক আগে বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল। প্রথমে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ও পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। খানাকুলের তৃণমূল যুবনেতা অর্ণব সরকার জানান, মৃত্যুর আগে মনসাদেবী হৃদপিণ্ড, কিডনি এবং দুটি চোখ দান করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপরই তাঁর ইচ্ছামত পরিবারের লোকের সম্মতিতে ওই সমস্ত অঙ্গ শুক্রবার পিজি হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করেন। শনিবার সকালে তাঁর দেহ খানাকুলের কৃষ্ণনগরে নিয়ে আসা হয়। এলাকার নেতাকর্মীরা সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এ বিষয়ে অর্ণব সরকার বলেন, এটা একটা দৃষ্টান্ত। একদিন যে খানাকুলের মাটি থেকে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় লড়াই করেছেন, সেই খানাকুলের মাটিতেই এক মহিলা তৃণমূল কর্মী সাধারণ মানুষের উপকারের জন্য নিজের অঙ্গগুলি দান করে গেলেন। এর জন্য একজন তৃণমূল সৈনিক হিসেবে আমরা গর্বিত, আমরা অনুপ্রাণিত। মনসাদেবীর দেখানো পথ ধরে আগামী দিনে অসংখ্য মানুষ এভাবে আরও মানবিক নজির তৈরি করবেন কোন সন্দেহ নেই।

Loading