October 5, 2025

নতুন করে পুর প্রশাসকের দায়িত্ব, বাড়িতে গিয়ে প্রবীণ নাগরিকদের আশীর্বাদ গ্রহণ করলেন পুর প্রশাসক

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের বেশকিছু পুরসভার প্রশাসক ও প্রশাসকমন্ডলীর সদস্যদের পরিবর্তন করা হয়েছে। কিন্তু পুনরায় দায়িত্ব পেয়েছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর তাঁর ওপর পুনরায় ভরসা রাখায় তিনি খুবই খুশি। বুধবার সকালে তিনি পুরসভা এলাকার বিশিষ্ট মানুষদের বাড়িতে গিয়ে আশীর্বাদ গ্রহণ করলেন। এদিন অন্যান্যদের পাশাপাশি তিনি আরামবাগ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিক তথা চিত্রশিল্পী হরিপ্রসাদ মেদ্দার বাড়িতেও যান। প্রায় ৯০ বছর বয়স্ক হরিপ্রসাদবাবু তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। স্বপনবাবুর সঙ্গে ছিলেন প্রশাসকমন্ডলীর সদস্য আজিজুল হোসেন এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর প্রদীপ সিংহরায়। এ প্রসঙ্গে স্বপনবাবু বলেন, হরিপ্রসাদবাবু গুণী মানুষ। তিনি সবসময়ই পুরসভার পাশে থেকে তাঁর গুরুত্বপূর্ণ মতামত দিয়ে গেছেন। রাজ্যের উচ্চ নেতৃত্ব আমাকে পুনরায় এই পদের দায়িত্ব দেওয়ায় আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। তাই এই সমস্ত গুণী মানুষদের আশীর্বাদ গ্রহণ করলাম।

Loading