সোমালিয়া সংবাদ, আরামবাগ: ঢেলে সাজানো হল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে। সারা রাজ্যজুড়ে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। হুগলি জেলাকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা, অন্যটি আরামবাগ সাংগঠনিক জেলা। আরামবাগ সাংগঠনিক জেলায় রয়েছে ছটি বিধানসভা। সেগুলি হল আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুড়া, তারকেশ্বর ও হরিপাল। জেলার বারোটি বিধানসভা রয়েছে হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলাতে। সেগুলি হল সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া। হুগলি-শ্রীরামপুর জেলার নতুন কমিটি এইরকম– চেয়ারম্যান অসীমা পাত্র, সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, মহিলা সভাপতি শিল্পী চ্যাটার্জি, যুব সভাপতি রুনা খাতুন দাস, আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী। আরামবাগ জেলা কমিটি হল– চেয়ারম্যান জয়দেব জানা, সভাপতি রামেন্দু সিংহরায়, মহিলা সভাপতি শিখা দোলুই, যুব সভাপতি পলাশ রায়, আইএনটিটিইউসি সভাপতি উত্তম কুন্ডু। এছাড়াও আরামবাগ জেলার অন্তর্গত আরামবাগ ও তারকেশ্বর শহর তৃণমূল সভাপতি হলেন যথাক্রমে প্রদীপ সিংহরায় ও উত্তম ভান্ডারী। জানা গেছে, ব্লক স্তরের মাদার ও যুব সভাপতিদের নাম খুব শীঘ্রই ঘোষিত হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি