সোমালিয়া সংবাদ, আরামবাগ: বন্যার জলে ভাসছে আরামবাগ মহকুমা। এখনও জলমগ্ন খানাকুলের দুটি ব্লক এবং গোঘাটের বেশ কিছু অঞ্চল। প্লাবিত হয়েছিল আরামবাগ ও পুরশুড়ারও কয়েকটি অঞ্চল। বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে ছিল আরামবাগ মহকুমা। কারণ গত কয়েক বছরে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হয়নি এখানকার মানুষ। যদিও তারপরেই নেতা-মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় বিপর্যয়েও আরামবাগে দেখা গেল না ‘আরামবাগের মেয়ে’ হিসেবে নিজেকে ঘোষণা করা সুজাতা মন্ডলকে। তিনি গত বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, আরামবাগ তাঁর দ্বিতীয় বাড়ি। তিনি আরামবাগেরই মেয়ে হয়ে থাকতে চান। নির্বাচনে পরাজয়ের পর বলেছিলেন, আরামবাগের মাটিতেই তিনি থাকবেন। আরামবাগের মানুষের বিপদে-আপদে তিনি সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কিন্তু এবারের বন্যার মতো ভয়ঙ্কর বিপর্যয়েও তাঁকে দেখা গেল না আরামবাগে। আরামবাগের মানুষের পাশে থাকার কথা ঘোষণা করেও তিনি না আসায় হতাশ আরামবাগবাসী। উল্টে বিপদের দিনে আরামবাগের মানুষের কাছে ভরসা সেই প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌর প্রশাসক স্বপন নন্দী, তৃণমূল নেতা রাজেশ চৌধুরী, পলাশ রায়েরাই।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ