সোমালিয়া ওয়েব নিউজ হঠাৎই অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধের দ্রুত হার্টের অস্ত্রোপচারের প্রয়োজন। তড়িঘড়ি দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। এছাড়াও এব্যাপারে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আরামবাগ মহকুমা প্রশাসন। জানা গেছে, ওই বৃদ্ধের নাম রবীন্দ্রনাথ পাকড়ে(৬৫)। বাড়ি আরামবাগ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘিয়া এলাকায়। জমিজমা তাঁদের নিজস্ব কিছু নেই। কিছুটা জমি ভাগে নিয়ে চাষ করেন। তাঁর দুই ছেলে। একজনের একটা ছোট মাংসের দোকান আছে। অন্যজন সেলসের কাজ করেন। কোনরকমে সংসার চলে যায়। রবীন্দ্রনাথবাবু জানান, ৫ আগস্ট রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাঁকে আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর হার্টের সমস্যা রয়েছে। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তখন ছেলেরা তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে চিকিৎসায় ধরা পড়ে তাঁর হার্টের প্রায় ৭০ শতাংশ ব্লক হয়ে গেছে। এখনই অস্ত্রোপচারের প্রয়োজন। তবে তার জন্য প্রায় আড়াই লক্ষ টাকা লাগবে। কিন্তু তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। তাই কিভাবে ওই টাকা জোগাড় করা সম্ভব তা ভেবে পাচ্ছিলেন না। তাই তাঁরা যোগাযোগ করেন এলাকার প্রাক্তন কাউন্সিলর কার্তিক যশ ও পুর প্রশাসক স্বপন নন্দীর সঙ্গে। স্বপনবাবু তাঁদেরকে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। তড়িঘড়ি স্বপনবাবু আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভির সঙ্গে কথা বলে এদিনই কয়েক ঘন্টার মধ্যে তাঁদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেন, পুরপ্রশাসক স্বপনবাবু না থাকলে এটা সম্ভব হতো না। দিদি গরিব মানুষদের জন্যই এই কার্ডের ব্যবস্থা করেছেন। এর জন্য দিদিকে অনেক ধন্যবাদ। অন্যদিকে পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, মহকুমা শাসকের সহযোগিতায় দ্রুত ওদের কার্ডের ব্যবস্থা সম্ভব হয়েছে। এরপর বিনা খরচে অস্ত্রোপচারের আর কোন বাধা রইল না।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ