সোমালিয়া ওয়েব নিউজ বর্ষায় ভরা নদীর উপর ভিড়ে ঠাসা যাত্রী নিয়ে নৌকায় করে বিপজ্জনকভাবে চলছে খেয়া পারাপার। তবে শুধু যাত্রী নয়, সাইকেল-বাইক এবং অন্যান্য মালপত্র একই সঙ্গে একই নৌকায় তোলা হচ্ছে। ঘটনাটি মুন্ডেশ্বরী নদীর ওপর খানাকুলের নতিবপুর খেয়াঘাটে। বছরের বেশিরভাগ সময় একটি বাঁশের সেতুর মাধ্যমে খানাকুলের এই এলাকার সঙ্গে অন্য পাড়ের চিংড়া গ্রাম পঞ্চায়েত ছাড়াও হাওড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করা হয়। স্কুল-কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র সবকিছুতেই এই বাঁশের সেতুই ভরসা। কিন্তু বর্ষার মুখে সেই সেতুও জলের স্রোতে ভেসে যায় বা খুলে নেওয়া হয়। তখন নৌকায় করেই চলে পারাপার। এবারও তার ব্যতিক্রম হয়নি। জলের স্রোতে বাঁশের সেতু ভেঙে যাওয়ার পর থেকেই দুটি নৌকা চালু রয়েছে। কিন্তু এই এলাকা দিয়ে মানুষের যাতায়াত খুবই বেশি। তাই একই নৌকায় অসংখ্য যাত্রী নিয়ে পার হতে হয়। যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপদজনক বলেই যাত্রীরা জানাচ্ছেন। স্থানীয় চকমাকড়ি গ্রামের নান্টু রায়, কেটেদল গ্রামের অষ্টপদ অধিকারী, রাজহাটির শেখ রাজু প্রমুখরা জানালেন, ছোট থেকেই তাঁরা এই অবস্থা দেখে আসছেন। প্রশাসনের কাছে বারবার স্থায়ী সেতুর দাবি জানানো হয়েছে। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি। যদি একটি কংক্রিটের সেতু তৈরি করা যায় তাহলে এখানকার মানুষ অনেকটাই নিশ্চিন্তে পারাপার হতে পারবেন।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ