সোমালিয়া ওয়েব নিউজ: দ্বিতীয় পর্যায়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হতেই ক্যাম্পে মানুষের ভিড় উপচে পড়ছিল। কোথাও কোথাও ভোর থেকে লাইন পড়ছিল। আর তাই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরামবাগ মহকুমায় ক্যাম্পের সংখ্যা বাড়ানো হল। শনিবার থেকেই বিভিন্ন এলাকায় ছোট ছোট ক্যাম্প করে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তবে যে সমস্ত অতিরিক্ত ক্যাম্প হচ্ছে সেখানে মূলত লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী এই দুটি প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে। কারণ এই দুটি প্রকল্পের জন্যই বেশির ভাগ মানুষ ক্যাম্পে ভিড় করছেন। এ বিষয়ে আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, শনিবার আরামবাগ গার্লস হাইস্কুলে ৫টি ওয়ার্ডের মানুষের জন্য অতিরিক্ত ক্যাম্পে স্বাস্থ্যসাথী ও লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য ফরম ফিলাপ করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে অতিরিক্ত ক্যাম্প করা হবে বলেও জানালেন স্বপনবাবু। একই কথা জানালেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি এদিন গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের হাজিপুর ইউনিয়ন হাইস্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখানে একটি ক্যাম্পকে ভেঙে মোট তিনটি ক্যাম্প করা হয়েছে। এর ফলে অনেকটাই ভিড় এড়ানো গেছে। আগামী দিনে প্রতিটি ক্যাম্পকে ছোট ছোট ভাগে ভাগ করে এই পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, এদিন খানাকুল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজা রামমোহন রায় কলেজে দুয়ারে সরকার ক্যাম্পে প্রচন্ড ভিড় হয়। সেখানে গেট খোলার সঙ্গে সঙ্গে মহিলাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঠেলাঠেলিতে প্রায় ৭ জন মহিলা আহত হন। এরপরই অতিরিক্ত পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ওই ক্যাম্প পরিদর্শন করেন হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান। তিনি বলেন, প্রথম পর্যায়ে দুয়ারে সরকার নিয়ে অনেকেই আগ্রহ দেখাননি। তারপর মুখ্যমন্ত্রীর ঘোষণা মত সবাই সরকারি পরিষেবা পেতে শুরু করতেই বাকিরাও এবার ক্যাম্পমুখি হয়েছেন। তাই এবার অনেক ভিড় বেড়েছে। তবে ছোট ছোট ক্যাম্প করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হচ্ছে।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ