October 5, 2025

ভুল করে অন্যের টাকা এ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। সেই টাকা ফিরিয়ে দিলেন আরামবাগের যুবক

সোমালিয়া ওয়েব নিউজ: অন্যের কুড়ি হাজার টাকা ভুল করে এ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। আর সেই টাকা ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের কড়ুই গ্রামের যুবক সেখ সাজ্জাদুল জামান। গ্রামে তাঁর একটি মোবাইল ফোনের দোকান আছে। মঙ্গলবার তিনি ওই টাকার আসল মালিক হাওড়ার উলুবেড়িয়ার গদাইপুর গ্রামের বাসিন্দা সেখ সফিকুল আলির হাতে তুলে দিলেন। সফিকুলের একটি রড-সিমেন্টের দোকান আছে। তিনি জানান, তাঁর ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার ঠাকুরপুকুরে চিকিৎসাধীন। তাঁর দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। তাই মোবাইল ফোনের ফোন পে-র মাধ্যমে কুড়ি হাজার টাকা তিনি ভাইয়ের ফোন পে-তে পাঠাচ্ছিলেন। কিন্তু তখন মোবাইল নম্বরের একটি সংখ্যার ভুলে সেই টাকা ঢুকে যায় আরামবাগের ওই যুবকের এ্যাকাউন্টে। এরপর তিনি ইন্টারনেট ও ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ওই যুবকের পরিচয় খুঁজে বের করেন। তারপর তিনি তাঁকে ফোন করে বিষয়টি জানান। সাজ্জাদুল তাঁকে জানিয়েছিলেন মঙ্গলবার তিনি ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করে দেখবেন। যদি টাকা ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই তাঁকে ফিরিয়ে দেবেন। এর জন্য তিনি সফিকুলকে পরিচয় পত্র নিয়ে তাঁর বাড়িতে আসার জন্য বলেন। মঙ্গলবার  বাইকে চড়ে আরামবাগের কড়ুই গ্রামে সাজ্জাদুলের বাড়িতে পৌঁছন সফিকুল। এরপর সঙ্গে সঙ্গেই সাজ্জাদুল সফিকুলের হাতে ওই কুড়ি হাজার টাকা তুলে দেন। সফিকুল জানান, বুধবারে ভাইয়ের গালে অস্ত্রোপচার হবে। তাই এই টাকা খুবই প্রয়োজন ছিল। টাকা ফিরিয়ে দেওয়ায় জন্য সাজ্জাদুলকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সাজ্জাদুল বলেন, এটা কোন ব্যাপারই নয়। ওই টাকা তো আমার নয়। যার টাকা তার হাতে তুলে দিয়েছি। এটা তো আমাদের সকলেরই কর্তব্য।

Loading