সোমালিয়া ওয়েব নিউজ: বুধ বার দুয়ারে সরকারের বিশেষ শিবিরটি আয়োজন করা হয় তারকেশ্বর পৌর সভার ১৩ নং ওয়ার্ডের বাবা তারক নাথ সেবা সমিতি ভবনে। মূলত এক থেকে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা দের জন্য এক দিনের বিশেষ এই দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয় পৌর সভার উদ্দ্যোগে। উপপৌরপ্রসাশক প্রবীর চন্দ্র জানান লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের উপচে পরা ভিড় সামলাতে এই বিশেষ দুয়ারে সরাকর শিবিরের আয়োজন করা হয়।তবে সরাকরি নির্দেশিকা অনুযায়ী দুয়ারে সরকারের শিবির নির্দিষ্ট দিনেই হবে।আজকের মত ভিড় এড়াতে মাঝে মাঝেই দুয়ারে সরকারের বিশেষ শিবিরের আয়োজন করা হতে পারে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি