October 5, 2025

ভিড় এড়াতে তারকেশ্বর পৌর সভার উদ্দ্যোগে দুয়ারে সরাকরের বিশেষ শিবির

সোমালিয়া ওয়েব নিউজ: বুধ বার দুয়ারে সরকারের বিশেষ শিবিরটি আয়োজন করা হয় তারকেশ্বর পৌর সভার ১৩ নং ওয়ার্ডের বাবা তারক নাথ সেবা সমিতি ভবনে। মূলত এক থেকে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা দের জন্য এক দিনের বিশেষ এই দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয় পৌর সভার উদ্দ্যোগে। উপপৌরপ্রসাশক প্রবীর চন্দ্র জানান লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের উপচে পরা ভিড় সামলাতে এই বিশেষ দুয়ারে সরাকর শিবিরের আয়োজন করা হয়।তবে সরাকরি নির্দেশিকা অনুযায়ী দুয়ারে সরকারের শিবির নির্দিষ্ট দিনেই হবে।আজকের মত ভিড় এড়াতে মাঝে মাঝেই দুয়ারে সরকারের বিশেষ শিবিরের আয়োজন করা হতে পারে।

Loading