সোমালিয়া সংবাদ, খানাকুল: অটোর সংগে বাইকের সংঘর্ষে মৃত্যু হল খানাকুল তৃণমূলের এক যুবনেতার। মৃতের নাম গনেশ কারক(২৪)। বাড়ি খানাকুল-২ নম্বর ব্লকের রাজহাটি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেনহাট উত্তরপাড়ায়। তিনি ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ছিলেন। এছাড়াও তিনি রাজহাটি-২ নম্বর অঞ্চল তৃণমূলের যুব সভাপতি ছিলেন। পেশায় তিনি মাছ চাষি ছিলেন। লিজ নিয়ে পুকুরে চাষ করতেন। বন্যায় সমস্ত পুকুর ভেসে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছিলেন। স্থানীয় ও তৃণমূল সত্রে জানা গেছে, বুধবার রাত দশটা নাগাদ তিনি বাইকে করে রাজহাটির কুশালী থেকে বাড়ি ফিরছিলেন। তখনই রাজহাটি ভীমতলার কাছে একটি অটোর সংগে তাঁর বাইকের সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান খানাকুল দু’নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি নূরনবী মন্ডল, পঞ্চায়েত প্রধান সমীর প্রামানিক সহ তৃণমূল নেতাকর্মীরা। কিন্তু চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে গণেশ ছিলেন মেজো। বাবা-মা তাঁর বিয়ে ঠিক করেছিলেন। রেজিস্ট্রিও হয়ে গিয়েছিল। খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর এই হঠাৎ মৃত্যুর ঘটনায় খানাকুলের তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে জানা গেছে, খানাকুল থানার পুলিশ অটোটিকে আটক করেছে। তবে তার চালক পলাতক।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি