October 6, 2025

দুয়ারে জেরক্স পরিষেবা

সোমালিয়া ওয়েব নিউজ রাজ্যজুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আর সেখানে বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য একাধিক নথিপত্রের জেরক্স কপির প্রয়োজন হচ্ছে। তাই জেরক্সের দোকানগুলিতে এখন ভীষণ ভিড়। কিন্তু পুরশুড়ার চিলাডাঙ্গীর এক যুবক অভিনব বুদ্ধি খাটিয়ে ‘দুয়ারে জেরক্স’ পরিষেবা উপহার দিচ্ছেন। ওই যুবকের নাম অভিজিৎ বেরা। তিনি পড়াশোনা বেশি দূর করেননি। জমিজমা বলতে মাত্র দশ কাঠা। মাঝেমধ্যে মাইক ভাড়া দিয়ে কিছু উপার্জন করেন। বাকি সময় কোন কাজ থাকে না। তাই তিনি পরিচিত একজনের কাছ থেকে জেরক্স ও স্ক্যানার মেশিন ধার নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের কাছাকাছি হাজির হচ্ছেন। তারপর সেখানে ওই ক্যাম্পে আসা মানুষজনের বিভিন্ন কাগজপত্র জেরক্স করে দিচ্ছেন। এমনই দৃশ্য দেখা গেল পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের সোয়ালুক আজাদ হাইস্কুল ক্যাম্পের সামনে। তিনি বাইকের উপর জেরক্স  ও স্ক্যানার মেশিন বসিয়ে রেখেছেন। আর তার সঙ্গে ইনভাটার যোগ করে কাজ চালাচ্ছেন। এতে তাঁর খরচ কিছুটা বেশি হচ্ছে। তাই অন্য দোকানে যেখানে প্রতি কপি জেরক্সের জন্য দু’টাকা করে নেওয়া হয় তাঁকে নিতে হচ্ছে আড়াই টাকা। নাহলে কিছুই লাভ থাকবে না। তবে এর জন্য ভিড় কিন্তু কম নেই। কারণ দোকানে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে জেরক্স করতে হচ্ছে। ক্যাম্পের কাছাকাছি তাঁকে পেয়ে অনেকেই তাঁর কাছে জেরক্স করাচ্ছেন। অভিজিৎ জানালেন, তেমন কোন কাজ নেই। তাই পরিচিত একজনের কাছ থেকে এইসব মেশিন  ধার করে নিয়ে এসে কাজ চালাচ্ছেন। তবু যদি কিছু উপার্জন হয়। অন্যদিকে মিতালী সামন্ত, অনুভব মাইতি প্রমূখ স্থানীয় বাসিন্দারা জানালেন, এভাবে জেরক্স পরিষেবা এই প্রথম দেখলাম। তবে ক্যাম্পের কাছাকাছি এসে জেরক্স করে দেওয়ায় আমাদের সুবিধাই হল। আমরা খুব খুশি।

Loading