October 6, 2025

মাতলামির প্রতিবাদ করায় চারটি বাইক কুড়ুল দিয়ে কোপালো দুষ্কৃতী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: গ‍্যারেজের সামনে মদ খেয়ে মাতলামি করার প্রতিবাদে ওই মোটর বাইক গ্যারেজে হামলা চালালো এক দুষ্কৃতী। ভাঙচুর করল চারটি বাইকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার সতীতলা এলাকায়। এই ঘটনায় ওই গ্যারেজ মালিক আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন। গ্যারেজ মালিক তুষার পাল জানান, এদিন সন্ধেয় এক মদ্যপ যুবক তাঁদের গ্যারেজের সামনে এসে অশ্লীল ভাষায় চিৎকার চেঁচামেচি করছিল। এই ঘটনায় তাঁরা এর প্রতিবাদ করেন। তাঁকে ওখান থেকে চলে যাওয়ার কথা বলেন। তখনই সে হুমকি দিয়ে ওই এলাকা ছেড়ে চলে যায়  এরপর রাত সাড়ে বারোটা নাগাদ সে একটি  কুড়ুল নিয়ে ওই গ্যারেজে হামলা চালায়। রাতে গ্যারেজে কেউ ছিলেন না। কিন্তু সার্ভিসিং করতে দিতে আসা মানুষজনের বাইকগুলো রাখা ছিল। ওই দুষ্কৃতী কুড়ুল দিয়ে বাইকগুলিকে কোপায়। এর ফলে চারটি বাইক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে। এই ঘটনায় গ্যারেজ মালিক তুষার পাল আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন। জানা গেছে, পুলিশ ওই দুষ্কৃতীকে ধরতে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

Loading