সোমালিয়া সংবাদ, আরামবাগ: চার দিন ধরে নিখোঁজ বৃদ্ধা মা। আর তাঁকে খুঁজে পেতে হন্যে হয়ে পথে পথে ঘুরছেন মেয়ে। কেঁদে কেঁদে চোখের কোণে কালি পড়ে গেছে। খাওয়া-দাওয়া প্রায় একেবারেই বন্ধ হয়ে গেছে। যতটুকু না করলেই নয় শুধু সেটুকুই মুখে তুলছেন কোন রকমে। ঘটনাটি আরামবাগ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লেকপাড়ার। নিখোঁজ ওই বৃদ্ধার নাম উমা দাস। বয়স প্রায় ৭৭ বছর। মেয়ে বিষ্ণুপ্রিয়া দাস আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা। বাড়িতে তাঁর অসুস্থ বাবা ছাড়াও কাকা এবং দাদা রয়েছেন। বিষ্ণুপ্রিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে মা হঠাৎই বাড়ি থেকে বের হন। পরনে সাদা শাড়ি ও একটি নীল চাদর পরেছিলেন। বাড়িতে একটু রাগারাগি হয়েছিল। কিন্তু তাই বলে মা যে আর বাড়ি ফিরবেন না সেটা কেউ বুঝতে পারেননি। এরপরই আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় তাঁরা খোজাখুজি করেন। আত্মীয়স্বজনদের বাড়িতেও খোঁজখবর করেন। কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি। আর তাই শুক্রবার আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত মেয়ে বিষ্ণুপ্রিয়া ছাড়াও পরিবারের অন্যান্য লোকেরাও তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁর স্কুলের সহকর্মীরাও বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাচ্ছেন। কিন্তু তবুও তাঁর কোন হদিস মেলেনি। রবিবার বিষ্ণুপ্রিয়া আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডলের দ্বারস্থ হন। মাকে যাতে দ্রুত খুঁজে পাওয়া যায় সেজন্য তিনি তাঁর কাছে অনুরোধ করেন। এ ব্যাপারে এসডিপিও অভিষেক মন্ডল তাঁকে আশ্বস্ত করেন। বিষ্ণুপ্রিয়া জানান, বাড়িতে তেমন কোন অশান্তি হয়নি। একটু রাগারাগি হয়েছিল। মায়ের কোন মানসিক সমস্যাও নেই। তাই কোথায় কীভাবে তিনি আছেন তা ভেবেই তাঁরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ