সোমালিয়া সংবাদ, আরামবাগ: ভোটের আগে শেষ রবিবার জমজমাট ও প্রচার তৃণমূলের আরামবাগ পৌরসভার ১৯টি ওয়ার্ডেই এদিন তৃণমূল প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালালেন। তবে এদিনের প্রচারে নজর কাড়েন আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী। এদিন তিনি ওই ওয়ার্ডের জাতীয় কংগ্রেস নেতা প্রভাত ভট্টাচার্যের বাড়িতে যান। সেখানে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন এবং পাশে থাকার অনুরোধ জানান। এ বিষয়ে স্বপন নন্দী বলেন, উনি এই ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দা এবং আরামবাগের অন্যতম প্রবীণ কংগ্রেস নেতা। উনি আমার রাজনীতির শিক্ষাগুরু। এক সময় ওনার সঙ্গেও রাজনীতি করেছি। তাই ওনার আশীর্বাদ নিলাম। আর যেহেতু উনি এই ওয়ার্ডের বাসিন্দা তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন যাতে এলাকার মানুষ আরও বেশি করে পাওয়ার সুযোগ পায় তাই তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করলাম। অন্যদিকে কংগ্রেস নেতা প্রভাত ভট্টাচার্য বলেন, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। রাজনৈতিক কারণে আমাদের মাঝে মধ্যে ঝগড়া হলেও সেই সম্পর্কে কখনও চিড় ধরেনি। এছাড়া এদিন আরামবাগ ১৮ নম্বর ওয়ার্ডে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা তৃণমূল প্রার্থী প্রদীপ সিংহ রায়ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জোরদার প্রচার করেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি