October 5, 2025

তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

সোমালিয়া সংবাদ, আরামবাগ: তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়া ও পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুপাড়া এলাকায়। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের দাবি, তাঁদের প্রার্থীকে হারাতে বিজেপি ও সিপিএম একজোট হয়ে এই কাজ করে চলেছে। তৃণমূলের দলীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে ওই ওয়ার্ডের দলীয় কর্মী-সমর্থকরা দেখেন তাঁদের দলীয় পতাকাগুলি সব ছিঁড়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। বেশকিছু পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার তৃণমূল প্রার্থীর পোস্টারগুলিকে ওদের ব্যানার দিয়ে ঢেকে দিয়েছে। অথচ বিজেপি ও সিপিএমের পতাকাগুলি অক্ষত অবস্থায় রয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহরায়, ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তুষার কার্ফা সহ তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁরাই খবর দেন আরামবাগ থানায়। আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এ বিষয়ে আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী বলেন, রাম আর বাম একজোট হয়ে বিভিন্ন ওয়ার্ডে অশান্তির সৃষ্টি করছে। ওরা চাইছে যেভাবে হোক সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূলকে আটকাতে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা রাজ্যজুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে এবং আরামবাগের মানুষকে তিনি এত কিছু উপহার দিয়েছেন যে আরামবাগবাসী তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবে না। বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আরামবাগের মানুষ যে ভুল করেছেন তার পুনরাবৃত্তি তাঁরা আর করতে চাইছেন না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক বিমান ঘোষ বলেন, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটে থাকতে পারে। এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই। ওরা বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতেই ষড়যন্ত্র করছে।

Loading