সোমালিয়া ওয়েব নিউজ: আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে রানু মন্ডল। মুম্বাইয়ের সংগীত শিল্পীর পর বাংলাদেশের অভিনেতা ও সংগীত শিল্পী হিরো আলমের সঙ্গে গান রেকর্ড করলেন। এরপরই রানু মন্ডল ও হিরো আলমকে নিয়ে উন্মাদনা নেট দুনিয়ায়। ক্রমশ ভাইরাল হচ্ছে রানু ও হিরো আলম জুটি। জানা গিয়েছে,
” তুমি ছাড়া আমি কী করে বাঁচি…”- এই গানটিই গেয়েছেন হিরো আলম ও রানু মণ্ডল। কলকাতার
লেকটাউনের স্টুডিওতে রানু মন্ডল ও হিরো আলমের গানটি রেকর্ডিং হয়। এই গানটি বাংলাদেশের নজরুল কবীরের লেখা। আর গানের সুর দিয়েছেন এফ এ প্রীতম। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে হিরো আলম একজন জনপ্রিয় অভিনেতা ও সংগীত শিল্পী। বহু গান থেকে শুরু করে বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। অপরদিকে রানু মন্ডলও ফুটপাতের গায়িকি থেকে মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীর সাথে গান গেয়ে জনপ্রিয় হন। তবে বিধাতার পরিহাসে রানু মন্ডল আবারও জনপ্রিয়তার আড়ালে চলে যান। তবে বাংলাদেশের শিল্পী হিরো আলমের সাথে গান রেকর্ড করে সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল