October 6, 2025

বৈশাখ মাসের শুরু থেকেই দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদর ভিড়

সোমালিয়া সংবাদ, দিঘা: বৈশাখের শুরু থেকেই দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেশ চোখে পড়ার মতো। এমনিতে সপ্তাহের শনিবার ও রবিবার ও ছুটি দিনে টুরিস্টের ভিড় থাকে একটু বেশি। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহন করে।
কলকাতা থেকে ঘুরতে আসা সুনি সেন নামে এক টুরিস্ট বলেন, এখন কয়েকটা দিন ছুটি আছে। বৈশাখ মাস অফিসের চাপ কম। অডিট চলছে। আমরা সাধারণ কর্মী। তাই ছুটিতে দিঘায় ঘুরতে চলে এলাম। তবে দিঘা যেভাবে সেজে উঠেছে তাতে দিন দিন বাংলার বাহিরের রাজ্য থেকে বহু টুরিস্ট দিঘাতে ঘুরতে আসছেন এবং আগামী দিনে আরও টুরিস্ট বাড়বে। দিলঘা এক নতুন ডেস্টিনেশন হতে চলেছে বিদেশীদের কাছেও। তাই পুলিশের আটোসাঁটো নিরাপত্তা দেখে টুরিস্টরাও খুশি। বৈশাখের রোদদুর বাড়লেও সমুদ্রের নোনা জলের হাওয়ায় পর্যটকদের মন সতেজ হয়ে উঠছে। চারিদিকে শুধু জল আর জল। আর এই সমুদ্রের তরঙ্গ দেখতে মানুষের ঢল সমুদ্র সৈকতে।

Loading