October 6, 2025

আবার চালু হতে যাচ্ছে ‘দিদিকে বলো’

সোমালিয়া সংবাদ, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর একসময় ‘দিদিকে বলো’ চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ‘দিদিকে বলো’-র দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর পালা। সূত্রের খবর, আগামী ৫ মে থেকে শুরু হতে পারে ‘দিদিকে বলো-২’। ফের নিজেদের অভাব-অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর দরবারে জানাতে পারবেন আমজনতা।এই নিয়ে ভবানীপুরে তৃণমূলের দলীয় কার্যালয় দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক হয়। সেখানে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। সেখানেই নয়া কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, মার্চের শেষদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে এই প্রকল্পটি পুনরায় চালু নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, ‘আগামী দু’মাস সময় নেব। তারপর যদি কারও বিরুদ্ধে দুর্নীতি, খুনখারাপির অভিযোগ থাকে, তাহলে আমি আর একটা সেট আপ তৈরি করব। যেমনটা আমি করেছিলাম ‘দিদিকে বলো’তে। নতুন নামটা আমি এখন বলছি না। আমরা ঠিক করে আপনাদের জানাব।’ জানিয়েছিলেন, নাম-পরিচয় গোপন রেখেও কেউ নিজের এলাকায় কোনও অন্যায় দেখলে নালিশ জানাতে পারেন। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। সবমিলিয়ে ‘দিদিকে বলো-২’ চালু হতে যাওয়ায় খুশি রাজ্যবাসী।

Loading