সোমালিয়া সংবাদ, আরামবাগ: বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল স্বচ্ছ ভারত অভিযান। এই উপলক্ষে এদিন আরামবাগ রেলস্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়াও আরামবাগ দৌলতপুরের শিব মন্দির এলাকাতেও এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির কার্যকরী সদস্য ভাস্কর ভট্টাচার্য, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, সহ-সভাপতি মধুমিতা বেরা, বিধায়ক মধুসূদন বাগ সহ বিভিন্ন কার্যকর্তা। অন্যদিকে খানাকুলের ঘন্টেশ্বর মন্দির সংলগ্ন এলাকাতেও স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা। এছাড়াও এদিন বৃক্ষ রোপন করে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। তারকেশ্বর ব্লকের বিজেপির স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে তালপুর স্টেশনে সারা পশ্চিমবাংলা থেকে এক ডেট এক টাইম ১৮ই এপ্রিল স্বচ্ছ ভারত অভিযান জন্য বিজেপির রাজ্য কমিটি ডাক দিয়েছে । সেই কর্মসূচি অনুসারে বিজেপির তারকেশ্বর বিধানসভার প্রমুখ শ্রীকুমার চৌধুরী বলেন, আজ আমরা তালপুর স্টেশন, তালপুর হসপিটাল, কেশবচক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় চত্বরে এই কর্মসূচি অভিযান আমরা করেছি। ভারতীয় জনতা পার্টি প্রতিবছরের মতো এ বছরেও এই কর্মসূচি পালন করছে । আমরা একের পর এক তালপুর স্টেশন, তালপুর হসপিটাল,।তারপর কেশবচক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করেছি। সারা দেশ তথা পশ্চিমবাংলায় বিজেপির কর্মীগণ এক ডেট এক টাইমে স্টেশন, হসপিটাল, সরকারি যে সমস্ত আবাসনগুলি আছে সেগুলি, নদী, রাস্তাঘাট, বাস টার্মিনাস সহ অন্যান্য জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দূষণমুক্ত করার অঙ্গীকার নিয়ে আমরা আজকে পথে নেমেছি। পাশাপাশি পশ্চিম বাংলাকে স্বচ্ছ পশ্চিমবাংলা গড়ে তুলতে হবে ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক