সোমালিয়া সংবাদ, মহারাষ্ট্র: ” চুরি বিদ্যা বড়ো বিদ্যা, যদি না পড়ে ধরা”। এই শ্লোগানকে সামনে রেখে কত রকমের চুরির কৌশল যে দুষ্কৃতীরা অবলম্বন করে তা লেখার অপেক্ষা রাখে না। সংবাদ মাধ্যমেও কত ঘটনা প্রকাশ হয়েছে। এবারে চুরির ঘটনা একেবারে আলাদা। আস্ত জেসিবি মেশিন দিয়ে এটিমি ভেঙে নিয়ে চম্পট দুষ্কৃতীরা। প্রায় ২৭ লক্ষ টাকা চুরি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। সূত্র থেকে জানা গিয়েছে,
ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। জেসিবি মেশিনটিকে এটিএম থেকে কিছুটা দূরে একটি পেট্রল পাম্পের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। জেসিবি মেশিন এনে এটিএমের কিয়স্ক ভেঙে আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোরের দল। এই ঘটনার ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ। স্থানীয় মানুষের দাবী এটিএম ভেঙে চুরির ঘটনা অনেক ঘটেছে। কিন্তু জেসিবি মেশিন দিয়ে এটিএম ভেঙে চুরির ঘটনা সচরাচর দেখা যায় না। একেবারে জেসিবি মেশিন দিয়ে আস্ত এটিএম চুরি। তার মধ্যে প্রায় সাতাশ লক্ষ টাকা চুরি করে চম্পট দুষ্কৃতীদের। এই ঘটনায় জেসিবি মেশিন উদ্ধার হলেও শেষ খবর পাওয়া পযন্ত কোনও দুষ্কৃতী গ্রেফতার হয়নি।পুলিশ ইতিমধ্যেই নাকি জোর তল্লাশি অভিযান শুরু করেছে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?