October 5, 2025

ভারতীয় রেলের কামরাতেই ইফতারের ব্যবস্থা রেলকর্মীর, খুশি ধর্মপ্রাণ রেলযাত্রীরা

সোমালিয়া সংবাদ, হাওড়া: ভারতীয় পরম্পরা ও পরধর্মসহিষ্ণুতা যে হারিয়ে যায়নি তা বারে বারে প্রমাণিত হয়েছে। ভারতবর্ষ মহামিলনের দেশ। ভারতে বসবাসকারী সকলেই ভাই ভাই। এই পরম্পরাকে মর্যাদা দিয়ে ভারতীয় রেল আবারও একটা দৃষ্টান্ত স্থাপন করল। রেলযাত্রী রোজা পালন করছেন। তা জানতে পেরেই রেলের কামরার মধ্যে ইফতারের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, ধানবাদ থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসে চেপেছিলেন শাহনাওয়াজ আখতার নামে এক ব্যক্তি। নির্দিষ্ট সময়ে চা ও জলখাবার নিয়ে হাজির হন রেলকর্মী। সকলকেই সেই সময়ে সান্ধ্য খাবার দেওয়া হচ্ছিল। শাহনাওয়াজ রেলকর্মীকে জানান, তাঁকে যেন একটু পরে চা দেওয়া হয়। তিনি উপবাসে রয়েছেন। রেলকর্মী বুঝতে পারেন, রোজা রেখেছেন শাহনাওয়াজ। সেটা নিশ্চিত হওয়ার পরেই ইফতারের নির্দিষ্ট সময়ে নিয়ে আসেন রমজানের উপবাস ভাঙার উপযোগী খাবার।রেলকর্মীর এই ব্যবহারে আপ্লুত শাহনাওয়াজ। গোটা ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ট‍্যুইট করেন। সঙ্গে দেন খাবারের প্লেটের ছবি। ট্যাগ করেন রেলমন্ত্রককে। এই ছবি দেখে বহু মানুষ রেলকর্মী ও ভারতীয় রেলের প্রশংসা করেন।

Loading