সোমালিয়া ওয়েব নিউজ: আবারও এক বলিউড অভিনেত্রী গাড়ি দুর্ঘনার শিকার। তবে সামান্য আহত হলেও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির ব্রেক ফেল করে নাকি দুর্ঘটনা হয়। মালাইকা অরোরার পরে আরও এক বলিউড নায়িকা গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলেন। তিনি হলেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। পায়ে চোট পেয়েছেন তিনি। পড়েছে সেলাই বলে জানা যাচ্ছে। মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় রাস্তায়। তার পরেই দুর্ঘটনা। সে কথা নিজেই জানিয়েছেন বলি নায়িকা। ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গনে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তাঁর পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে। এই ঘটনা জানাজানি হতেই অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

মহাকাল মন্দিরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অভিনেত্রী। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল তনুশ্রীর প্রথম ছবি ‘আশিক বনায়া আপনে’। তারপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’ সিনেমার পর আর তনুশ্রীর কোনও সিনেমা মুক্তি পায়নি। সবমিলিয়ে বাঙালী এই বলিউড অভিনেত্রী প্রাণে বেঁচে যাওয়া চিন্তামুক্ত ভক্তরা।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল