সোমালিয়া ওয়েব নিউজ: গির্জায় বিয়ে সারলেন পঁচানব্বই বছরের পাত্র। সূত্র থেকে জানা গিয়েছে, ২৩ বছর আগে মনের মানুষটিকে দেখেছিলেন সাউথ ওয়েলসের কার্ডিফের শহরের এক গির্জায়। তখন মুখ ফুটে মনের ইচ্ছা প্রকাশ করতে পারেননি। ঠিক ২৩ বছর পরে সেই একই গির্জাতে সেই মনের মানুষটিকে বিয়ে করলেন ওই পঁচানব্বইয়ের বছরের পাত্র। পাত্রের নাম জুলিয়ান ময়েল। বয়স ৯৫। আর পাত্রী ভ্যালেরি উইলিয়ামস। বয়স ৮৪। তাঁদের দু’হাত এক হয়েছে কার্ডিফের একটি গির্জায়। ভালবাসার মানুষটির জন্য ২৩ বছর ধরে অপেক্ষা করেছিলেন জুলিয়ান। তাঁদের বিয়েতে পরিবার এবং আত্মীয় মিলিয়ে ৪০ জন উপস্থিত ছিলেন। নতুন জীবন শুরু করার জন্য নবদম্পতিকে তাঁরা শুভেচ্ছা জানান। বিয়ের পর জুলিয়ান বলেন, “এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমার দেখা ২৩ বছর আগের সেই মানুষটি আমার জীবনসঙ্গী হয়েছে। নতুন বছরের মতো আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল।” অস্ট্রেলিয়ায় জুলিয়ানের দেশের বাড়ি। তিনি জানিয়েছেন, স্ত্রী ভ্যালেরিকে নিয়ে বছরের শেষের দিকে সেখানে মধুচন্দ্রিমায় যাবেন। সবমিলিয়ে এই দম্পতির বিয়ে ঘিরে গির্জায় কৌতুহলী মানুষের ভিড় চোখে পড়ার মতো।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন