October 5, 2025

বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধনে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন

সোমালিয়া সংবাদ, হুগলি:

সোমালিয়া সংবাদ, হুগলি: ২১তম ইয়ুথ স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত শেওড়াফুলির তরুণ ব্যায়াম সংঘ প্রাঙ্গণে শুরু হল। উদ্বোধন করলেন হুগলির চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, রাজ্য বাস্কেটবল এসোসিয়েশনের সম্পাদক প্রদীপ আরডি ও সুভাষ ভট্টাচার্য, প্রাক্তন বাংলার বর্ষসেরা বাস্কেটবল খেলোয়াড়, তরুণ ব্যায়াম সংঘ ক্লাবের সেক্রেটারি তাপস দত্ত, ক্রীড়া বিভাগের সম্পাদক অমিত সামন্ত, সভাপতি সুশান্ত বন্দ‍্যোপাধ্যায়, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট বাস্কেটবল খেলোয়াড় বিশ্বজিৎ ঘোষাল ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলারা বিভিন্ন ক্লাব সংগঠনের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই প্রতিযোগিতায়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৫ই জুন তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে। এই অনুষ্ঠানের উদ্বোধন করার পর রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন মাঠে বল নিয়ে বাস্কেট করে বিভিন্ন খেলোয়াড়দের উজ্জীবিত করেন। এছাড়াও চাঁপদানী বিধায়ক অরিন্দম গুইন বাস্কেটবল নিয়ে মাঠে নামেন এবং বাস্কেটবলে বাস্কেট করেন। তবে এদিন বাস্কেটবলের প্রতিযোগিতা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Loading