সোমালিয়া সংবাদ, আরামবাগ: মাধ্যমিক পরীক্ষায় এবারও সুনাম বজায় রাখলো আরামবাগের দুই প্রথম সারির স্কুল আরামবাগ গার্লস হাইস্কুল এবং আরামবাগ হাইস্কুল। অন্যান্য বছরের মতো এ বছরও এই দুই স্কুলের ছাত্র-ছাত্রীরা মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এবার আরামবাগ গার্লস হাইস্কুলের ছাত্রী সম্পূর্ণা নন্দী ৬৮৮ নম্বর পেয়ে মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। তাদের বাড়ি আরামবাগ শহরের বোটিং পার্ক এলাকায়। সম্পূর্ণার বাবা দেবাশিস নন্দী স্বাস্থ্য বিভাগে কাজ করেন। সম্পূর্ণা জানিয়েছে, মেধা তালিকায় স্থান পাওয়ার পর সম্পূর্ণা জানায়, মা-বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুব ভাল লাগছে। মেডিকেল নিয়ে পড়ে সে আগামীদিনে চিকিৎসক হতে চায়। তার মতে, ভাল ফলের মূলমন্ত্র হল একটাই, পরিশ্রম। পরিশ্রমের কোন বিকল্প নেই। ভালভাবে নিয়মিত পড়াশোনা করলে তবেই সফল হওয়া সম্ভব। সম্পূর্ণা জানায়, অবসর সময়ে সে ছবি আঁকে, গিটার বাজায়। এছাড়া গল্পের বই পড়তে ও সিনেমা দেখতে ভালবাসে। সম্পূর্ণার বাবা-মা জানিয়েছেন, তাঁরা আশা করেছিলেন মেয়ে এক থেকে দশের মধ্যে থাকবে। আর তাঁদের সেই আশা পূরণ হওয়ায় তাঁরা খুবই খুশি। অন্যদিকে আরামবাগ হাইস্কুলের ছাত্র মহম্মদ সাহিদ ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। তাদের বাড়ি আরামবাগ পুরসভার দৌলতপুর এলাকায়। সাহিদের বাবা খাইরুল ইসলাম ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরে কর্মরত। মা সালেমা খাতুন জানান, তাঁদের ইচ্ছা ছেলে মেডিকেল নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হবে। ছেলে মহম্মদ সাহিদ জানায়, ভাল পরীক্ষা হয়েছিল ঠিকই কিন্তু একেবারে মেধাতালিকায় স্থান উঠে যাবে ভাবতে পারেনি। তাই সে খুবই খুশি। সাহিদ জানায়, অবসর সময়ে সে গিটার ও তবলা বাজাতে ভালবাসে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি