October 6, 2025

শুরু হল কাবিলপুর হরিণাখালি-গরুমারা খালের ওপর কংক্রিটের সেতু তৈরির কাজ

সোমালিয়া সংবাদ, খানাকুল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল খানাকুল ১নং ব্লকের কাবিলপুর এলাকার বাসিন্দাদের। অবশেষে শুরু হল কাবিলপুর হরিণাখালি-গরুমারা খালের ওপর কংক্রিটের সেতু তৈরির কাজ। জেলা পরিষদের সদস্যা শিখা দোলুইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সহযোগিতায় শুরু হয়েছে সরকারি প্রকল্পের মাধ্যমে ব্রিজ তৈরির কাজ । সেই উপলক্ষে গ্রামবাসীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোপাঠের মধ্য দিয়ে শুরু হল ব্রিজ তৈরির কাজ। গ্রামবাসীরা জানান, আমরা দীর্ঘদিন ধরেই অবহেলিত। এই এলাকার মানুষজন অবশেষে জেলা পরিষদের সদস্যা শিখা দোলুই নিজ উদ্যোগে গ্রাম উন্নয়নের কথা ভেবে সাধারণ মানুষের জন্য এই কংক্রিটের সেতু যাতে তৈরি হয় সরকারি দপ্তরে বহুবার দরবার করেন। অবশেষে সরকারি উদ্যোগে শুরু হল সেই কংক্রিটের সেতু তৈরির কাজ। এর ফলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ । জানা গেছে, প্রতিদিন কাবিলপুর, হরিণাখালি, গরুমারা খালের উপর দিয়ে কাঠের নড়বড়ে ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে আরম্ভ করে নিত্যযাত্রী ও হাসপাতলে অসুস্থ রোগীরা। আগে অনেক সময় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে গেছে এই ব্রিজ না থাকার জন্য। এমনকি গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। ওই খালের পাড়েই দীর্ঘক্ষণ অপেক্ষা করে সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় খালের পাড়েই বাচ্চা প্রসব করেছে। এই কংক্রিটের সেতু তৈরি হওয়ার পর আর সেই সমস্যা থাকবে না। প্রতিদিন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন । এমনকি কৃষিপ্রধান এলাকা হওয়ায় কৃষকেরা ফসল তুলে এই পথেই বাজারে পৌঁছান । তাই এই ব্রিজ তৈরির কাজ শুরু হওয়ার ফলে স্বস্তির নিঃশ্বাস পড়ল এলাকার বাসিন্দাদের । এখন সকলেই তাকিয়ে কত দ্রুত ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সদস্যা শিখা দোলুই জানান, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। খানাকুল ১নং ব্লকের কাবিলপুর এলাকার বাসিন্দারা এই পথ দিয়ে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন দীর্ঘদিন ধরেই। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী সকলেই সারা দিনে বহু মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে বহুবার বিপদ ঘটেছে কাঠের সেতুতে। বহু প্রচেষ্টার পর সরকারিভাবে শুরু হয়েছে এই ব্রিজ তৈরি কাজ । আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম কাজ শুরু হলে গ্রামবাসীদের নিয়ে পুজোপাঠ করবো । তাই আজ কাজ শুরু হওয়ার পরেই আমি পুজোপাঠ করে মানত শোধ করলাম । গ্রামবাসীদের মনে খুশি আনন্দের জোয়ার এসেছে, তাতেই আমি গর্বিত । আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এলাকাবাসীর কথা ভেবে অনুমোদন করেছেন এই ব্রিজের কাজ। এখন সকালের অপেক্ষা কত দ্রুত কংক্রিটের ব্রিজের কাজ শেষ হয়।

Loading