October 5, 2025

সম্প্রীতি: হিন্দু পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের খরচের সমস্ত দায়িত্বভার নিলেন মুসলিম ব্যবসায়ী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৬ বছরের রঘুজিৎ অধিকারী। আর এই ঘটনায় একেবারে অসহায় হয়ে পড়েছিলেন তাঁর মা অর্চনা অধিকারী। কিভাবে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছিলেন। আর তা জানতে পেরেই তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী রুমি বেগম। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ে ওই যুবকের শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত খরচের দায়ভার গ্রহণ করলেন তিনি। এ বিষয়ে রুমি বেগম বলেন, আমি হিন্দু-মুসলিম-খৃষ্টান এসব বুঝি না। আমার কাছে একটাই ধর্ম, তা হল মানুষ। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কিছু কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করি। উনি ছেলেকে হারিয়ে সমস্যায় পড়েছিলেন। তাই পাশে দাঁড়িয়েছি। এটা তো মানুষের কর্তব্য, আর আমি সেটুকুই করেছি। রঘুনাথের বাড়ি আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায়। শুক্রবার হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় একেবারেই অসহায় হয়ে পড়েন তাঁর মা। কারণ আর্থিক দিক দিয়ে তাঁরা একেবারেই দুঃস্থ। আর তা জানতে পেরেই আরামবাগ মিয়াপাড়ার বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী রুমি বেগম তাঁদের পাশে দাঁড়ান। তিনি অর্চনাদেবীকে জানিয়ে দেন তাঁকে একদমই দুশ্চিন্তা করতে হবে না। তাঁর ছেলের  শ্রাদ্ধানুষ্ঠানের যে সমস্ত জিনিসপত্র লাগবে এবং আর্থিক খরচ যা প্রয়োজন হবে সবকিছুই তিনি দেবেন। রবিবার রুমি বেগম অর্চনাদেবীর হাতে সেই সমস্ত জিনিসপত্র তুলে দেন। এই ঘটনায় ভীষণ খুশি অর্চনাদেবীর পরিবার-পরিজনরা। তাঁর প্রতিবেশী লক্ষ্মী মণ্ডল বলেন, অর্চনাদেবীর পরিবার একেবারেই হতদরিদ্র। তাঁর পক্ষে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান করা সম্ভব ছিল না। রুমি ম‍্যাডাম দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। আর তাই জানতে পেরে এবারও তিনি ওদের পাশে দাঁড়িয়েছেন। ওনার কাছে আমরা কৃতজ্ঞ।

Loading